প্রিয়নবীর (স.) আদর্শ ও আহ্বান: ‘বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত’ অর্থাৎ “একটি কথা হলেও তা আমার পক্ষ থেকে প্রচার করো” (বুখারি)। জানা যায় নবুওয়াতের সূচনালগ্নেই সর্বপ্রথম মুসলমান হন বিবি খাদিজা (রা.), পুরুষদের মধ্যে হযরত আবু বকর (রা.), যুবকদের মধ্যে হযরত আলী (রা.)।
Showing posts with label Bishwa Ijtema. Show all posts
Showing posts with label Bishwa Ijtema. Show all posts
Saturday, April 15, 2017
Sunday, December 11, 2016
বিশ্ব ইজতেমার মাঠ যেন কালেমা তায়্যেবার বাগান
‘ভাই! জীবনের প্রতিটি বাঁকে ‘সুন্নাতের ফুল’ ফোটাতে হবে। এমনকি খাওয়ার সময়ও সুন্নাতের নিয়ম মেনে খেতে হবে। যেমন ডান দিক থেকে খাওয়া শুরু করা। খাওয়ার সময় পাশের ভাইয়ের প্রয়োজন এবং সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ্য রাখা। খাওয়ার আগে হাত ধোয়া। মাঝে মধ্যে ‘আলহামদুলিল্লাহ’ বলা। শনিবার দুপুরের খাবারের আগে ইজতেমার মাঠে এভাবেই তালিম দিচ্ছিলেন জোড় ইজতেমায় আসা একটি জামাতের ‘মুতাকাল্লিম’। দশজনের এ জামাত এসেছে পুরান ঢাকার বংশাল থেকে। রাজধানীসহ সারা দেশ থেকে অসংখ্য জামাত এসেছে জোড়ে অংশগ্রহণ করতে। জোড়ে এবং জোড়ের আগে-পরে আসা জামাতগুলো নির্ধারিত সময়ের মধ্যে অল্প অল্প করে প্রস্তুত করছে ‘কালেমা তায়্যেবার বাগান’খ্যাত ইজতেমার মাঠকে। তাই জোড় ইজতেমাকে বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও পরিকল্পনা পর্ব বললেও ভুল হবে না।
Wednesday, July 20, 2016
কেন এই বিশ্ব ইজতেমা?

জীবন ও সম্পদ আল্লাহর দেয়া আমানত। এর সহিহ ইস্তিমাল (ব্যবহার) করা চাই। মোমিনের জান-মাল আল্লাহর কাছে অত্যন্ত দামি। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, 'নিশ্চয়ই আল্লাহ মোমিনদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন।' হজরত খাদিজা (রা.) ছিলেন মক্কার ধনাঢ্য
ইজতেমা কী?
ইজতেমা আরবি শব্দ। অর্থ হলো- সম্মেলন বা সম্মিলন। এর বানানগত উচ্চারণ হলো- 'ইজতিমা'; বাংলায় ইজতেমা বা এজতেমা লেখা হয়। ইজতেমা শব্দটিকে বিভিন্ন বানানে লিখতে দেখা যায় এবং বিভিন্ন উচ্চারণে বলতে শোনা যায়। যেমন- এস্তেমা, ইস্তেমা, ইস্তিমা ইত্যাদি। শেষোক্ত শব্দ তিনটির মূল হলো, 'সামা', যার মানে শোনা বা শ্রবণ করা, সঙ্গীত করা বা গীতি শোনা। সুতরাং এস্তেমা বা ইস্তেমা অর্থ হবে শ্রবণেচ্ছা। 'ইজতেমা'র সঙ্গে 'ইস্তিমা'র শব্দগত ও উচ্চারণগত সম্পর্ক বা ভাবগত মিল দেখা গেলেও এর ভাব ও উদ্দেশ্য এবং অন্তর্নিহিত সম্পর্ক গৌণ।
ইজতেমা শব্দটি 'জমা' শব্দ থেকে নির্গত। অর্থ হলো- বহু, অনেক, মিলন, মিলানো, স্থিতি। এছাড়া
Subscribe to:
Posts (Atom)