কালেমায়ে
তাইইয়্যেবা
১. ঈমান
আবিদানিক অর্থ ঈমান বলা হয় – কাহারো ওপর
পূর্ণ আস্থার কারনে, তাহার কথাকে নিশ্চিত রুপে মানিয়া লওয়া ।
দ্বীনের বিশেষ পরিবাসায় ঈমান হল – রাসুল
এর খবর বা সংবাদকে না দেখিয়া একমাত্র রাসুল এর উপর আস্থার কারনে নিশ্চিত রুপে
মানিয়া লওয়া ।
কুরআন এর আয়াত
No comments:
Post a Comment