১। বর্ণিত আছে যদি তুমি চাও যে, তোমার পঠিত একটি অক্ষর ও ভুলবে না, তবে সর্বদা পড়া আরম্ব করার সময় এই দো’য়াটি পড়ে লও। ( ৭বার)
اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك ياذا الجلال والاكرام -
২। যদি তুমি বেশি পরিমানে স্মরণশক্তি লাভ করতে চাও তবে প্রত্যেক ফরজ নামাযের পরে দো’য়াটি পড়ে লও। (১বার)
امنت بالله الواحد الحق لاشريكله وكفرت بماسواه
৩। প্রত্যাহ একশত বার পড়বে, (কেউ কেউ বলেছেন যে, এই দরুদের মধ্যে ইলমে
লাদুন্নীর ফয়েজ আছে। ইহা আমল অজানা জিনিস ও অনেক সময় বুঝে আসে।
اللهم صل على سيدنا محمدن النبى الامى واله وسلم
৪। আয়াত খানা প্রতিদিন ২১ বার পাঠ করবে।
رب اشرح لى صدرى ويسرلى امرى واحلل عقدة من لسانى يفقهو قولى -
৫। পড়া আরম্ভ করার সময় নিম্ন লিখিত আয়াত খানা তিনবার পাঠ করবে।
سبحنك لا علم لنا الا ما علمتنا انك انت العلميم الحكيم-
৬। প্রত্যেক ওয়াক্ত নামায আদায়ের পর এই আয়াতখানা ১১বার পড়বে।
رَبِ زِدْنِىْ عِلْمًا
৭। ফজর ও মাগরিবের নামায বাদ প্রতিদিন এই আয়াত কয়খানা ৭বার করে পাঠ করবে বিসমিল্লাহ সহ।
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ - خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ- اقْرَأْ َرَبّكَالْأَكْرَم
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ - عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
৮। প্রত্যেক নামাযের পর এই আয়াত কয়খানা ১১বার পড়বে বিসমিল্লাহ সহ
الرَّحْمَن - عَلَّمَ الْقرْآنَ - خَلَقَ الْإِنسَانَ - عَلَّمَه الْبَيَانَ
৯। পড়া আরম্ব করার সময় নিম্নের দো’য়াটি তিন বার পাঠ করে লইবে
رب يسر ولا تعسر وتمم علينا بالخير
১০। যদি পার তবে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামায আদায় করে হক্কানী আলেম হওয়ার জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া করবে।
১১। উপকারী ইলমের জন্য এই দো’য়া পড়িবে।
اللهم انى اسئلك علما نافعا ورزقاواسعا- وشفعاء من كل داء -
১২। হেফজ মজবুত করার আমল সমূহ সমস্ত গোনাহ ও আল্লাহ পাকের নাফারমানী থেকে
বেঁচে থাকা, বিশেষ করে চোখ, কান, মুখ, হাত, পা দ্বারা কোন গোনাহ না করা।
১৩। প্রত্যেক নামাজের পরে কপালের উপরে হাত রেখে يا قوى ১১ বার পাঠ করা।
১৪। প্রতিদিন সকালে কিসমিস ও মধু খাওয়া দুপুরে খাওয়ার পরে কায়লুলা করা, বিকালে ব্যায়াম ও জায়েয খেলাধুলা করা।
১৫। সর্বদা ওযু করার পূবে মেসওয়াক করা ও ঘুমানেরা আগে ও পরে মেসওয়াক করা বা দাত পরিস্কার করা।
১৬। তেলায়াত শুরু করার আগে, আউজু বিল্লাহ ও বিসমিল্লাহ এবং এস্তেগফার ও দরুদ শরীফ পাঠ করা।
১৭। رب زدنى علما বেশী বেশী করে পড়তে থাকা।
১৮। তাহাজ্জুদ এর নামাজ আদায় করা ও রোনাজারি করা।
১৯। পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা এবং নামাজ শেষে তাছবীহে ফাতেমী
(৩৩ বার سبحن الله ৩৩ বার الحمد لله ৩৪ বারالله اكبر ) আদায় করা বা পাঠ
করা।
২০। পড়া আরম্ভ করার আগে ৩বার পাঠ করবে।
سبْحَانَكَ لاَ عِلْمَ لَنَا إِلاَّ مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنتَ الْعَلِيم الْحَكِيم
No comments:
Post a Comment