এলেম
আল্লাহ্ তায়ালার মহান স্বত্বা হইতে সরাসরি ফায়দা
হাসিল করার জন্য আল্লাহ্ তায়ালার হুকুম সমূহকে হাযরত মুহাম্মাদ (সঃ) এর তরীকায়
পালন করার উদ্দেশে আল্লাহ্ ওয়ালার এলেম হাসিল করা। অর্থাৎ এই বিষয়ে যাচাই করা যে,
আল্লাহ্ তায়ালা বর্তমান অবস্থায় আমার নিকট কি চাহিতেছেন।
কোরআনের আয়াত
No comments:
Post a Comment