ঘুমানোর সময় এই দোয়া পড়তে হয়-
اَللّهُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْيَا
উচ্চারণঃ- আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহ্ইয়া।
ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হয়-
اَلْحَمْدُ لِلّهِ الَّذِيْ اَحْيَانَا بَعْدَ مَا اَمَاتَنَا وَ اِلَيْه النُّشُوْرِ
উচ্চারণঃ- আলহামদুলিল্লাহিল্লজী আহইয়ানা বাদা মা আমাতানা
ওয়া ইলাইহীন নুশুর।
দুঃস্বপ্ন দেখলে এই দোয়া পড়বে-
দুঃস্বপ্ন দেখলে তিনবার ‘আউযুবিলস্নাহি মিনাশ শাইত্বানীর
রাজীম’ পড়ে বাম দিকে থুথু ফেলে পার্শ্ব পরিবর্তন করে শুয়ে নিম্নের দুয়াটি পড়বে।
اَللهُمَّ اِنّيْ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ هذِه الرُّؤْيَا
উচ্চারণঃ আলস্নাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররী হাজিহীর
রুঈয়া।
দুঃস্বপ্ন দেখিয়া ভীত হইলে, নিদ্রা না আসিলে অথবা হঠাৎ নিদ্রা ভঙ্গ হইয়া
গেলে এই দোয়া পড়িবে-
اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التّامَّةِ مِنْ غَضَبِهِ وَ عِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَاَنْ يَحْضُرُوْنِ .
উচ্চারণঃ আউযু বি কালীমাতিলস্নাহিত তাম্মাতি মিন গাদাবিহি
ওয়া ইকাবিহী ও র্শারী ইবাদিহী ওয়া মিন হামাযাতিশ্ শায়াতিনি ওয়া আয়ই ইয়াহজুরম্নন।
No comments:
Post a Comment