Wednesday, August 3, 2016

জেনে নিন কিছু যিকির, যার সাওয়াব অনেক বেশি



১. প্রতিদিন ১০০ বার سبحان الله (সুবহানাল্লাহ) পাঠ করলে ১০০০ সাওয়াব লিখা হয় এবং ১০০০ গুনাহ মাফ করা হয়। [মুসলিম]  

২. الحمد لله (আলহামদুলিল্লাহ্) মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোআ’। [তিরমিযী, ইবনে মাযাহ]

৩. لا اله الا الله (লা ইলাহা ইল্লাল্লাহ) হলো সর্বোত্তম যিকর। [তিরমিযী, ইবনে মাযাহ]

৪. سبحان الله والحمد لله ولا الهالا الله والله اكبر (সুবহানাল্লাহ অলহামদুলিল্লাহ্ অলা ইলাহা ইল্লাল্লাহু অল্লহু আকবার) এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং রাসুলুল্লাহ্ (ﷺ ) বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চইতে আমার নিকট অধিক প্রিয়। [সহীহ
মুসলিম]

৫. যে ব্যক্তি سبحان الله وبحمده (সুবহানাল্লাহি অবিহামদিহী ) প্রতিদিন ১০০ বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেওয়া হবে। [সহীহ বুখারী, সহীহ মুসলিম]

৬. রাসুলুল্লাহ্ (ﷺ ) বলেনঃ سبحان الله وبحمده سبحان الله العظيم (সুবহানাল্লাহি অবিহামদিহী সুবহানাল্লাহিল আযীম) এই কালীমাগুলি জিহ্বায় উচ্চারনে সহজ, মীযানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। [বুখারী, মুসলিম]  

৭. যে ব্যক্তি سبحان الله العظيم وبحمده (সুবহানাল্লাহিলআযীম অবিহামদিহী) পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী) খেজুর গাছ রোপন করা হবে। [তিরমিযী]

৮. রাসুলুল্লাহ্ (ﷺ ) বলেনঃ لا حول ولا قوة الا بالله (লা হাওলা অলা কুওঅতা ইল্লা বিল্লাহ) হচ্ছে জান্নাতের রত্নভান্ডারের সমুহের মধ্যে একটি রত্ন। [বুখারী, মুসলিম] 


লেখেছেন @ ( SOHAYEB)شاب متواضع

No comments:

Post a Comment