Saturday, August 20, 2016

হাঁচি ও হাই তোলার দো'য়া

হাঁচি দিলে বলতে হয়-

اَلْحَمْدُ لِلَّهِ 
উচ্চারণঃ আলহামদু লিল্লাহ।

অথবা ইহা বলিবেঃ
اَلْحَمْدُلِلَّهِ عَليَ كُلِّ حَالٍ  
উচ্চারণঃ আলহামদু লিল্লাহি আলা কুল্লি হাল।

অথবা ইহা বলিবেঃ  
اَلْحَمْدُلِلَّهِ حَمْدًا كَثِيْراًطيِّبًا مْبَارَكًا فِيْهِ مْبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَاوَيَرْضَىَ
উচ্চারণঃ আলহামদু লিল্লাহে হামদান কাছীরান তৈয়্যেবান মুবারাকান ফীহে মুবারাকান আলাইহে কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা।

কেহ হাঁচি দিলে (যদি সেاَلْحَمْدُلِلَّهِ বলে ) তার উত্তরে বলবে-
يَرْحَمُكَ اللهُ  
উচ্চারণঃ ইয়ার হামুকাল্লাহ।

হাঁচি দাতা উত্তর দাতার يَرْحَمُكَ اللهُ শুনে উত্তরে বলবে-
يَهْدِيْكُمُ اللَّهُ وَيُصْلِحْ بَالَكُمْ  
উচ্চারণ- ইয়াহদি কুমুল্লাহু ওয়া ইউস্লিহ বালাকুম।

হাই আসিলে এই দু’আ পড়বে-
لاَحَوْلَ وَلاَقُوَّةَ اِلاّبِاللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ

উচ্চারণঃ- লা-হাওলা ওয়ালা-কুওয়্যাতা ইল্লা-বিল্লা-হিল্ আলিয়্যিল্ আযীম।

No comments:

Post a Comment