- বিতর নামাজের সাধারণ নিয়ম হচ্ছে আপনি সাধারণ নামাজের মতো দুই রাকাত নামাজ পড়বেন।
- ২য় রাকাতে বৈঠকের পর তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাবেন।
- তারপর সুরা ফাতেহা ও সুরা মিলিয়ে রুকুতে না যেয়ে আল্লাহু আকবার বলে হাত উঠাবেন।
- পুনরায় হাত বেঁধে দুয়া কুনুত পড়বেন।
- দুয়া কুনুত পড়া শেষ হলে অন্যান্য নামাজের মতোই রুকুতে যেয়ে বৈঠক পূর্ণ করবেন।
দু'আয়ে কুনুতঃ
اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ ، ونؤمن بك ونتوكل
عليك، وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ ، ونشكرك وَلاَ نَكْفُرُكَ ، وَنَخْلَعُ
وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ ، اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ ، وَلَكَ نُصَلِّي
وَنَسْجُدُ ، وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ ، نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى
عَذَابَكَ ، إِنَّ عَذَابَكَ الْجِدَّ بِالْكُفَّارِ مُلْحِقٌ.
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ওয়া নাস্তাগ্রিুকা, ওয়া নু’মিন বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা,
ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাঁয়্যাফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক।
দোয়ায়ে কুনুতের অর্থঃ আয় আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই । তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। (যদিও) তোমার আযাবতো শুধুমাত্র কাফেরদের জন্যই র্নিধারিত। ”(তথাপি আমরা সেই আযাবের ভয়ে কম্পমান থাকি।)
No comments:
Post a Comment