Sunday, December 11, 2016

বিশ্ব ইজতেমার মাঠ যেন কালেমা তায়্যেবার বাগান



ভাই! জীবনের প্রতিটি বাঁকেসুন্নাতের ফুলফোটাতে হবে এমনকি খাওয়ার সময়ও সুন্নাতের নিয়ম মেনে খেতে হবে যেমন ডান দিক থেকে খাওয়া শুরু করা খাওয়ার সময় পাশের ভাইয়ের প্রয়োজন এবং সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ্য রাখা খাওয়ার আগে হাত ধোয়া মাঝে মধ্যেআলহামদুলিল্লাহবলা শনিবার দুপুরের খাবারের আগে ইজতেমার মাঠে এভাবেই তালিম দিচ্ছিলেন জোড় ইজতেমায় আসা একটি জামাতেরমুতাকাল্লিম দশজনের জামাত এসেছে পুরান ঢাকার বংশাল থেকে রাজধানীসহ সারা দেশ থেকে অসংখ্য জামাত এসেছে জোড়ে অংশগ্রহণ করতে জোড়ে এবং জোড়ের আগে-পরে আসা জামাতগুলো নির্ধারিত সময়ের মধ্যে অল্প অল্প করে প্রস্তুত করছেকালেমা তায়্যেবার বাগানখ্যাত ইজতেমার মাঠকে তাই জোড় ইজতেমাকে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পরিকল্পনা পর্ব বললেও ভুল হবে না