‘ভাই! জীবনের প্রতিটি বাঁকে ‘সুন্নাতের ফুল’ ফোটাতে হবে। এমনকি খাওয়ার সময়ও সুন্নাতের নিয়ম মেনে খেতে হবে। যেমন ডান দিক থেকে খাওয়া শুরু করা। খাওয়ার সময় পাশের ভাইয়ের প্রয়োজন এবং সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ্য রাখা। খাওয়ার আগে হাত ধোয়া। মাঝে মধ্যে ‘আলহামদুলিল্লাহ’ বলা। শনিবার দুপুরের খাবারের আগে ইজতেমার মাঠে এভাবেই তালিম দিচ্ছিলেন জোড় ইজতেমায় আসা একটি জামাতের ‘মুতাকাল্লিম’। দশজনের এ জামাত এসেছে পুরান ঢাকার বংশাল থেকে। রাজধানীসহ সারা দেশ থেকে অসংখ্য জামাত এসেছে জোড়ে অংশগ্রহণ করতে। জোড়ে এবং জোড়ের আগে-পরে আসা জামাতগুলো নির্ধারিত সময়ের মধ্যে অল্প অল্প করে প্রস্তুত করছে ‘কালেমা তায়্যেবার বাগান’খ্যাত ইজতেমার মাঠকে। তাই জোড় ইজতেমাকে বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও পরিকল্পনা পর্ব বললেও ভুল হবে না।