Thursday, March 16, 2017

স্বামীর ভালবাসা ও প্রীতি অর্জনকরার জন্য মুসলিম নারীদেরকে কিছুমূল্যবান উপদেশঃ

() বিভিন্ন উপলক্ষে স্বামীর হাতে,কপালে চুম্বন করা 
() স্বামী বাইরে থেকে এলে সাথেসাথে স্বাগতম জানানোর জন্য দরজায়এগিয়ে আসা তার হাতে কোন বস্তু থাকলে তা নিজের হাতে নেয়ার চেষ্টা করা 
() সময় মেজাজ বুঝে স্বামীর সামনেপ্রেম-ভালবাসা মিশ্রিত বাক্যালাপ করা তার সামনে তার প্রশংসা করা সম্মান শ্রদ্ধা মূলক আচরণ করা 
() স্বামীর পোশাক-আশাকেরপরিচ্ছন্­­­­নতার প্রতি বিশেষ খেয়ালরাখা (পরিচ্ছন্ন পুরুষ মানেই তার স্ত্রীপরিস্কার-পরিচ্ছন্ন) রান্নার ক্ষেত্রে স্বামী যা পছন্দ করেন তা নিজ হাতে প্রstut করা

কেমন করে কথা বলতে হবে আল্লাহর কাছ থেকে শিখিঃ



. কথা বলার পূর্বে সালাম দেয়া নূরঃ ৬১ 
 . সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) ক্বফঃ ১৮
. সুন্দরভাবে উত্তমরূপে কথা বলা বাক্বারাহঃ ৮৩ 
. অনর্থক বাজে কথা পরিহার করা নূরঃ  
. কন্ঠস্বর নিচু করে কথা বলা সূরা লুকমানঃ ১৯ হুজুরাতঃ -  
. বুদ্ধি খাটিয়ে কথা বলা নামলঃ ১২৫  
. সঠিক কথা বলা পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা আহযাবঃ ৭১ - ৭২  
. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা লুকমানঃ ১৯  

Wednesday, March 1, 2017

জেনে নিন মেধা শক্তি বৃদ্ধির কিছু আমল ও তার ফযিলত

১। বর্ণিত আছে যদি তুমি চাও যে, তোমার পঠিত একটি অক্ষর ও ভুলবে না, তবে সর্বদা পড়া আরম্ব করার সময় এই দো’য়াটি পড়ে লও। ( ৭বার)
اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك ياذا الجلال والاكرام -

২। যদি তুমি বেশি পরিমানে স্মরণশক্তি লাভ করতে চাও তবে প্রত্যেক ফরজ নামাযের পরে দো’য়াটি পড়ে লও। (১বার)

امنت بالله الواحد الحق لاشريكله وكفرت بماسواه
৩। প্রত্যাহ একশত বার পড়বে, (কেউ কেউ বলেছেন যে, এই দরুদের মধ্যে ইলমে লাদুন্নীর ফয়েজ আছে। ইহা আমল অজানা জিনিস ও অনেক সময় বুঝে আসে।
اللهم صل على سيدنا محمدن النبى الامى واله وسلم 

৪। আয়াত খানা প্রতিদিন ২১ বার পাঠ করবে।
رب اشرح لى صدرى ويسرلى امرى واحلل عقدة من لسانى يفقهو قولى - 

৫। পড়া আরম্ভ করার সময় নিম্ন লিখিত আয়াত খানা তিনবার পাঠ করবে।
سبحنك لا علم لنا الا ما علمتنا انك انت العلميم الحكيم-

জেনে নিন সকাল সন্ধার কিছু আমল ও তার ফযিলত

১। যে ব্যক্তি ফজর ও মাগরিব নামাযের পর সুরা হাসরের শেষ ৩ আয়াত আউযু বিল্লাহীচ্ছামীঈল আলিমি মিনাশ শাইত্বনির রজীম তিন বার পাঠ করে। হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে। তাহার জন্য ৭০ হাজার ফেরেশতা দোয়া ও মাগফিরাত করবে। এবং ঐ দিনে বা রাত্রে ইন্তেকাল করলে শহীদি মৃত্যু নসীব হইবে।

২। যে ব্যক্তি এই আয়াত খানা সাতবার পাঠ করবে, সকাল-সন্ধা আল্লাহ তা’য়ালা তাহার দুনিয়া ও আখেরাতের যাবতীয় চিন্তা ফিকির দুর করে দিবেন। এবং দুনিয়া ও আখরাতের সমস্ত সমস্যা সমাধান করবেন।
সুরা তাওবার শেষ আয়াত ৭ বার পাঠ করবেন।
حسبى الله لا اله الا هو عليه تو كلت وهو رب العرش العظيم-

৩। যে ব্যক্তি এই দো’য়া চারবার পাঠ করবেন, তাহার জন্য আল্লাহ তা’য়ালা কঠিন কঠিন চার টা রোগ থেকে মুক্ত করবেন। যেমন- অন্ধ, পাগল, কুষ্ঠ ও পারালাইসিস দো’য়াটি ৪ বার পাঠ করবেন।
سنحن الله العظيم وبحمده ولا حول ولاقوة الابالله

৪। যে ব্যক্তি ফজর ও মাগরিব নামাযের পর কথা-বার্তা না বলে এই দো’য়া সাতবার পাঠ করবে। সে ঐ রাত্র বা দিনে যদি মারা যায়, তবে দোয়খ থেকে নাজাত পাবে। দো’য়াটি ৭ বার পড়বে। اللهم اجرنى من انار হে আল্লাহ আমাকে দোযখের আগুন হইতে রক্ষা কর।

৫। যে ব্যক্তি খানা খাইয়া এই দু’য়া পাঠ করবে তাহার পুর্বাপর সমস্ত গুনাহ মাফ হইয়া যাইবে। এই দু’য়াটি একবার পাঠ করবেন। الحمد لله الذى اطعمنى هذاالطعام ورزقنيه من عير حول منى ولا قوة -