(১)
বিভিন্ন
উপলক্ষে
স্বামীর
হাতে,কপালে চুম্বন করা।
(২) স্বামী বাইরে থেকে এলে সাথেসাথে স্বাগতম জানানোর জন্য দরজায়এগিয়ে আসা। তার হাতে কোন বস্তু থাকলে তা নিজের হাতে নেয়ার চেষ্টা করা।
(৩) সময় ও মেজাজ বুঝে স্বামীর সামনেপ্রেম-ভালবাসা মিশ্রিত বাক্যালাপ করা। তার সামনে তার প্রশংসা করা। সম্মান ও শ্রদ্ধা মূলক আচরণ করা।
(৪) স্বামীর পোশাক-আশাকেরপরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়ালরাখা। (পরিচ্ছন্ন পুরুষ মানেই তার স্ত্রীপরিস্কার-পরিচ্ছন্ন)। রান্নার ক্ষেত্রে স্বামী যা পছন্দ করেন তা নিজ হাতে প্রstut করা।